সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের, যিনি মানব জাতির জন্য মুক্তির পথ প্রদর্শনের জন্য মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন এবং ঘোষণা করেছেন “পড় তোমার প্রভুর নামে”। সাইয়্যেদুল মোরসালিন হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অসংখ্য দরূদ ও সালাম, আল্লাহ যাকে বিশ্ব মানবতার মহান শিক্ষক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আজকের শিশু-কিশোররাই জাতির ভবিষ্যৎ। একটি জাতিকে সুশিক্ষিত করে গড়ে তুলতে চাই যুগোপযোগী পাঠ্যক্রম, উপযুক্ত পরিবেশ, সুনিবিড় তত্ত্বাবধান এবং সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতি। আমাদের দেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থা দু'ধারায় বিভক্ত। একটি মাদ্রাসা শিক্ষা,অপরটি সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা ব্যবস্থায় কিন্ডার গার্টেন, প্রি-ক্যাডেট এবং ক্যাডেট পদ্ধতিতে এ শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার প্রয়াস অব্যাহত রয়েছে।দুঃখজনক হলেও সত্য যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে ক্যাডেট পদ্ধতিতে পরিচালিত কোন প্রতিষ্ঠান আজও গড়ে উঠেনি। তাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে মুক্ত করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করে তুলতে ও যোগ্য আলিম তৈরীর প্রত্যয়ে,১৯৯৫ইং সনে "আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার"পদযাত্রা। আল্লাহ আমাদের সহায় হউন। (আমীন)